ভাঙচুরের অভিযোগে খুলনার পাটকল শ্রমিকের বিরুদ্ধে মামলা

খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশ ফাঁড়িতে হামলা ও চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত আড়াইশ শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে খুলনার দৌলতপুর থানায় এ মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বাগচী।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু জানান, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধি ধারায় এ মামলা করা হয়েছে। তবে আজ শুক্রবার সকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শ্রমিকদের ৭২ ঘণ্টার আন্দোলনের শেষ দিন খুলনার নতুন রাস্তার মোড় এলাকায় রেললাইনে টায়ারে আগুন দিচ্ছিল শ্রমিকরা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য টায়ারে আগুন দেওয়ার ঘটনাটি ভিডিও করছিলেন। পরে শ্রমিকরা ওই পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলা চালায়।
এ ঘটনার পরই গতকাল রাতে অজ্ঞাত আড়াইশ শ্রমিকের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়।
এদিকে পাটকল শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন জানিয়েছেন, বিজেএমসির আহ্বানে শ্রমিক নেতারা আগামীকাল শনিবার ঢাকায় বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতারা তৃতীয় দফা আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করবেন। আগামী রোববার ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদ যৌথভাবে মজুরি কমিশন বাস্তবায়ন এবং নয় দফা দাবি আদায়ে পাটকল ধর্মঘট শেষ হলেও আজ শুক্রবার ছুটির দিন থাকায় আগামীকাল শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করবেন।