আইনজীবী শাকিলার জামিন আবেদন ফের নাকচ

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার রিমান্ড ও জামিনের আবেদন আবার নাকচ করেছেন আদালত।
আজ রোববার সকালে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম এ দুই আবেদন নাকচ করেন।
এর আগে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় শাকিলাকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে জামিনের আবেদন করেন আসামির আইনজীবী আবদুস সাত্তার। কিন্তু আদালত দুই আবেদনই নাকচ করে শাকিলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই আদালতে গত ২৬ আগস্ট শাকিলা জবানবন্দি দেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন বাতিল করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জঙ্গি তৎপরতায় অর্থসহায়তার অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে আটক করে র্যাব।