বগুড়ায় পুলিশের গাড়িতে গুলি, এএসআই আহত

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের টহলরত গাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) নান্নু মিয়া আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১২টার দিকে শেরপুরের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে।
পরে আহত এএসআই নান্নুকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাতে পুলিশের টহলরত একটি গাড়ি ভবানীপুর বাজারে পৌঁছালে সেখানে একদল চরমপন্থী ওই গাড়িকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গাড়িতে থাকা এএসআই নান্নু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।