বিএনপির দুই পক্ষকে ঠেকাতে মান্দায় ১৪৪ ধারা

একই জায়গায় বিএনপির দুই পক্ষ সভা ডাকায় সংঘর্ষ এড়াতে নওগাঁর মান্দায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গত শুক্রবার মান্দা উপজেলার দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলের ডাক দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল আলম। একই জায়গায় ওই দিন সকাল ১০টায় সমাবেশ আহ্বান করেন উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী।
দুই পক্ষের পাল্টাপাল্টি এ সমাবেশের ফলে সংঘর্ষের সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় গতকাল রোববার রাতে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খানসহ সংশ্লিষ্টরা। পরে বিষয়টির কোনো সমাধান না হলে মাদ্রাসা মাঠসহ এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে, ওই এলাকায় সব ধরনের সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রস্তুত আছেন ম্যাজিস্ট্রেটও।