ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের হাতে সোনা ব্যবসায়ী খুন

ঠাকুরগাঁও সদরে দুর্বৃত্তদের হাতে গতকাল বৃহস্পতিবার রাতে গোকূল রায় নামের এক সোনা ব্যবসায়ী নিহত হন। ছবিতে তাঁর স্বজনদের আহাজারি করতে দেখা যাচ্ছে। ছবি : এনটিভি
ঠাকুরগাঁও সদরে দুর্বৃত্তদের হাতে গোকূল রায় (৪০) নামের এক সোনা ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের টিকাপাড়া শ্মশানের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে দেড়টার দিকে গোকূল রায়ের মৃত্যু হয়।
গোকূল সদরে প্রিয়া জুয়েলার্স নামে একটি দোকান চালাতেন। তিনি শহরের জমিদারপাড়ার ব্যবসায়ী ধীরেন রায়ের ছেলে।
নিহতের মেজ ভাই সঞ্জয় রায় জানান, গতকাল রাত ১২টার দিকে কে বা কারা মোবাইল ফোনে গোকূলকে ডেকে নিয়ে যান। তারপরই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তাঁর পরিবার।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এরই মধ্যে তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।