শপথ নিলেন রাজশাহীর ৮ উপজেলা চেয়ারম্যান

রাজশাহীর আট উপজেলা চেয়ারম্যান শপথবাক্য পাঠ করেন। ছবি : এনটিভি
রাজশাহীর জেলার আট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। আজ শনিবার সকাল ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার নূর উর রহমান তাঁদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে গোদাগাড়ির জাহাঙ্গীর আলম, তানোরের লুৎফর হায়দার রশীদ ময়না, পুঠিয়ার জিএম হিরা বাচ্চু, বাগমারার অনিল কুমার সরকার, দুর্গাপুরের নজরুল ইসলাম, চারঘাটের ফখরুল ইসলাম, বাঘার লায়েব উদ্দিন লাভলু ও মোহনপুরের আবদুস সালাম শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদেরও শপথ পাঠ করানো হয়।