চট্টগ্রামে গুদামসহ ১২ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি গুদামসহ ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় থানার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনে ঝুট কাপড়, বস্তা ও খাদ্যের তিনটি গুদাম, একটি রড-সিমেন্টের দোকান, একটি খাবার হোটেলসহ নয়টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল হোসেন জানান, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকান থেকে কিছুই উদ্ধার করতে পারেননি বলে জানান দোকান কর্মচারী বাহার উদ্দিন।