কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-উলিপুর সড়কের কেতার মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. দেলবর (৫৪)। তিনি ওই পথে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম থেকে একটি সারবোঝাই ট্রাক (রংপুর-ঢ-৪১০০২) উলিপুর যাওয়ার পথে কেতার মোড় এলাকায় সাইকেল আরোহী মো. দেলবরকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। পরে পুলিশ এসে ড্রাইভার আজিজ হোসেন মন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মাসুদ আলম জানিয়েছেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা হয়েছে।