স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সদরপুর উপজেলার নাজিম উদ্দিন হাওলাদারকান্দি গ্রামের গৃহবধূ দুলুফা বেগমকে (২০) হত্যার দায়ে তাঁর স্বামী মিঠু দেওয়ানকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন ফরিদপুরের একটি আদালত। আজ সোমবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। মিঠু দেওয়ানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বাবু মোল্লা ও বাদীপক্ষের আইনজীবী দুলাল চন্দ্র সরকার জানান, ২০১০ সালের মার্চ মাসে মিঠু দেওয়ানের সঙ্গে দুলুফা বেগমের বিয়ে হয়। ওই বছরের ১৩ মে রাতে যৌতুকের দাবিতে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় একই বছরের ১৪ মে নিহতের দাদা সালাম তালুকদার বাদী হয়ে মিঠু দেওয়ান ও তাঁর বাবা শুকুর আলী দেওয়ানসহ তিনজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ এ ঘটনায় মিঠু ও তাঁর বাবাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। মামলা চলাকালীন শুকুর আলী মারা যান।