গাজীপুরে কিশোরকে জবাই করে হত্যা

গাজীপুরে দুর্বৃত্তরা এক কিশোরকে জবাই করে খুন করেছে। আজ সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ঝাঁঝর এলাকার একটি ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত হাবিব মিয়া (১৮) গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, হাবিবের ডেগেরচালা এলাকায় একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
আজ দুপুরে ঝাঁঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তাঁর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
এসআই আরো জানান, নিহত যুবককে জবাই করে এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।