ফরিদপুরে বাসচাপায় শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাফিজুল শেখ (৯) উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের আকমল শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।