খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে পা রাখবেন না : হুইপ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেও ক্ষমতায় আসতে না পেরে বিদেশে বসে বিদেশিদের হত্যা করছেন। বিদেশে বসে বাংলাদেশের মাটি ও ১৬ কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন, খালেদা জিয়া দেশ থেকে পালিয়েছেন। আর বাংলাদেশের মাটিতে পা রাখবেন না। অতীতে খালেদা জিয়া ও তারেক রহমানের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হয়নি। জনগণ তা প্রতিহত করেছে।
হুইপ ইকবালুর রহিম আজ সোমবার দিনাজপুরে শারদীয় দুর্গাপূজার ১৪৮টি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় হুইপ দিনাজপুরসহ বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, অতীতে কোনো সরকারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উন্নয়ন করতে পারেনি। তিনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে মানুষ যখন শান্তির নিঃশ্বাস ফেলছে খালেদা জিয়া তখন অশান্তির জ্বরে ভুগছেন।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।