তারেক রহমান ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করতে ব্যবস্থা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/04/19/photo-1555690780.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের নামে যুক্তরাজ্যে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার বাদ জুমা রাজধানীর কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লন্ডনে তারেক রহমানের ব্যাংক হিসাব জব্দ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আদালতের নির্দেশ যেটা দিয়েছে সেটা আমরা সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ইন্টারপোল কাজ করবে। এর প্রসিডিউরটা এরকমই, পুলিশের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরের কিছু গেলে সেটা ইন্টারপোলের মাধ্যমেই যায়।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশিরা সব সময় সহায়তা করে না। দেশের বিচার বিভাগের কোনো রায় পশ্চিমা বিশ্বে বাস্তবায়ন করা অনেক সময় কঠিন হয়।
শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে সহায়তা চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়ে উদ্যোগ নেবে।
অন্যদিকে সাম্প্রতিক চীন সফর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে চীন সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে। সেইসঙ্গে বাংলাদেশে মাদক নির্মূলে চীন সহায়তা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।