বেনাপোলে ছিনতাই : অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি

যশোরের বেনাপোলে সোনালী ব্যাংকের সামনে থেকে প্রকাশ্যে আমদানিকারকের ১১ লাখ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে স্থলবন্দর ব্যবহারকারী সাত সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে বক্তব্য দেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুজ্জামান, খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, শামসুর রহমান, যুগ্ম সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে এবং অর্থ উদ্ধার করতে নেতারা প্রশাসনকে সাতদিনের সময় বেঁধে দিয়েছেন। প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতারা।
গত ৬ এপ্রিল বেনাপোলে সোনালী ব্যাংকের সামনে থেকে প্রকাশ্যে আমদানিকারকের ১১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।