মেহেরপুরে মানবপাচার বিরোধী কর্মশালা

মানবপাচার প্রতিরোধ ও পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নির্দেশিকা (ডিরেক্টরি) তৈরির লক্ষ্যে মেহেরপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সংস্থার আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে সংস্থার কার্যক্রম তুলে ধরেন আয়োজক সংস্থার পরিচালক জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো। কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।