ফরিদপুরে আগুনে পুড়ে ছাই চারটি বাড়ি

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈরহাট গ্রামে এক অগ্নিকাণ্ডে মালপত্রসহ চারটি বসতবাড়ির ১৩টি ঘর ভস্মীভূত হয়েছে। ছবি : এনটিভি
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক অগ্নিকাণ্ডে মালপত্রসহ চারটি বসতবাড়ির ১৩টি ঘর ভস্মীভূত হয়েছে। ওই বাড়িগুলো ছিল উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈরহাট গ্রামের স্থানীয় চার দরিদ্র কৃষকের।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে গ্রামের বেলায়েতের টিনের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ওই আগুন জলিল, মিন্টু ও হান্টু নামের তিন কৃষকের বাড়িতে ছড়িয়ে পড়ে। নগদ টাকা ও মালামালসহ চারটি বাড়ির ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে এলাকাবাসী এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।