শাহজাদপুরে চালককে হত্যা করে ট্রাক ছিনতাই

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের ট্রাকচালককে শ্বাসরোধে হত্যা করে ট্রাকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা এ সময় ট্রাকের হেলপার ও চালকের ছেলে হাসানকেও (১৫) আহত করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্বৃত্তদের আঘাতে নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম আবুল হোসেন।
জাহাঙ্গীরের ছেলে হাসান জানায়, গতকাল বুধবার রাতে হুইল পাউডার বহনকারী ট্রাকটি চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিল। পথে ঢাকার চান্দুরা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে চার ছিনতাইকারী ট্রাকটিতে ওঠে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা জোরপূর্বক ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিরাজগঞ্জ রোড গোলচত্বরে পৌঁছার পর বগুড়ার দিকে না গিয়ে ছিনতাইকারীরা ট্রাকটি পাবনার দিকে নেয়।
হাসান আরো জানায়, ভোরে শাহজাদপুরের বাঘাবাড়ী সেতুসংলগ্ন বিন্নাবাড়ী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা করে। ওই সময় তাকেও (হাসান) শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় তারা।
এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় রোডে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে শহীদুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শহীদুল ইসলামের বাড়ি সদর উপজেলার বেরাবাড়ী গ্রামে। তাঁর বাবা প্রয়াত সাদেক আলী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভবনে কাজ করার সময় আকস্মিক পাঁচতলা ভবন থেকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শহীদুলের। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, মাথার সংবেদনশীল স্থানে আঘাত লাগায় শহীদুলের মৃত্যু হয়।