সাবেক ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত, ইউএনও কার্যালয় ঘেরাও

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. সহিদুল ইসলামকে গতকাল বুধবার রাতে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে কয়েকশ ক্ষুব্ধ লোক কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে।
স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে কিশোরগঞ্জ উপজেলার সাতপাই চৌদ্দআনী পূজামণ্ডপ পরিদর্শন শেষে মো. সহিদুল ইসলাম ফিরছিলেন। পথে ওই ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আবু সায়েম লিটনের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় উভয়ের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সহিদুলকে লাঞ্ছিত করেন আবু সায়েম লিটন।
এ ঘটনার প্রতিবাদে কয়েকশ ক্ষুব্ধ লোক আজ দুপুরে কিশোরগঞ্জ ইউএনও কার্যালয় ঘেরাও করে। তারা ইউএনও মো. সিদ্দিকুর রহমানকে স্মারকলিপি দেন। এ ছাড়া কিশোরগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটনসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত চলছে।
এদিকে ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র।’