নেত্রকোনার আটপাড়ায় ইউপি ভবন উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/23/photo-1445605424.jpg)
নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুমিয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। ৮৮ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত স্বরমুমিয়া ইউনিয়ন পরিষদে এই ভবন নির্মাণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ইউপি কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার এমপি। পরে ইউপি পরিষদ প্রাঙ্গণে স্বরমুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছাত্তারের সভাপতিত্বে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটপাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আলমগীর হাসান, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহম্মেদ প্রমুখ।