ধানবোঝাই ট্রাক উল্টে পুকুরে, নিহত ২

রাজশাহীর মোহনপুর উপজেলায় আজ সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রাক রাস্তার পাশের পুকুরে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি
রাজশাহীর মোহনপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রাক রাস্তার পাশের পুকুরে পড়ে গিয়ে দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার মেডিকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন সরকার (২৮) ও তাঁর চাচাতো ভাই রাশেদ (২৩)।
আহতরা হলেন একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও জামাল সরকারের ছেলে সাগর হোসেন (২০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, আজ সকালে ধানবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী হয়ে কুষ্টিয়া যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তাঁরা ট্রাকে থাকে ধানের বস্তার ওপরে বসেছিলেন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।