নেত্রকোনার দুর্গাপুরে স্ত্রীসহ ব্যবসায়ী খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/23/photo-1445609282.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে বস্ত্র ব্যবসায়ী অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহাকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর আড়াইটায় পৌর শহরের বড় বাজারে সুবর্ণা প্লাজার নিজ বাসভবনের তৃতীয় তলার শোবার ঘরে খুন হয়েছেন ওই দম্পতি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটায় পাশের ফ্ল্যাটে বাস করা অরুণ কুমারের ছোট ভাই অজিত কুমার সাহার স্ত্রী সুচিত্রা রানী সাহা (৫৫) অরুণ ও হেনার ফ্ল্যাটে আসেন। সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন অরুণ ও হেনার মৃতদেহ মেঝেতে পড়ে আছে। এরপর সুচিত্রা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের স্বার্থে শোবার ঘরটি নিরাপত্তাবেষ্টনী দিয়ে রাখেন।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘জোড়া খুনের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
পরে স্থানীয় সংসদ সদস্য (নেত্রকোনা-১) ছবি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। সুবর্ণা প্লাজার সামনে উৎসুক জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী চিহ্নিত করে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।’
দুর্গাপূজার দশমীর দিনে একই পরিবারের দুজনকে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে, স্থানীয় পূজা উদযাপন পরিষদ বিজয়া দশমীর সব আনুষ্ঠানিকতা বর্জন করে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সব প্রতিমা বিসর্জন করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে ঘটতে পারে।