চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন মির্জা ফখরুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/05/15/photo-1557913542.jpg)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি : এনটিভি
চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের ০৮৮ ফ্লাইটে তাঁরা ব্যাংককে যান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে বিদায় জানান বিএনপির সহশ্রমিক বিষয়ক সম্পাদক মো. ফিরোজ উজ জামান মামুন মোল্লা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।