সাভারে প্রতিবন্ধীদের সেবা ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে আজ বৃহস্পতিবার প্রতিবন্ধীদের সেবা ও সচেতনতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা হয়। ছবি : এনটিভি
প্রতিবন্ধীরা সার্বিকভাবেই প্রতিবন্ধী নয়। তারা হয় দৃষ্টিপ্রতিবন্ধী না হয় বুদ্ধিপ্রতিবন্ধী না হয় শ্রবণপ্রতিবন্ধী। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা এই প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধীদের সেবা ও সচেতনতা বৃদ্ধিতে এক কর্মশালায় বক্তারা এই মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে প্রতিবন্ধীদের নিয়ে এই কর্মশালায় অংশ নেন সাভার আশুলিয়া এলাকার কয়েক শ নারী, পুরুষ ও প্রতিবন্ধী শিশু। প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলার সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির ও প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের।