সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শহরের উকিলপাড়ায় গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল জেলার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া ফুলতলী গ্রামের আজিজার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঠিকাদার আবিদ হোসেন মানিকের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন জাহিদুল। কিছুক্ষণের মধ্যে তিনি সেপটিক ট্যাংকে অজ্ঞান হয়ে পড়েন। একপর্যায়ে ওখানেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাতে সেপটিক ট্যাংক থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন।
নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ টিম লিডার এনামুল হক জানান, তিন ঘণ্টা অভিযান চালিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই শ্রমিকের লাশ রাত ১০টার দিকে উদ্ধার করা হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় জাহিদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।