সড়ক দুর্ঘটনায় নীলফামারীর পুলিশ কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক সোহেল আরাজা (৫০) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রানীরবন্দরে তাঁকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে সোহেল আরজা নীলফামারীর সৈয়দপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাশিমপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে পার্বতীপুর উপজেলার রানীরবন্দরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতাল ও পরে রংপুর সেনানিবাসের সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম জানান, সোহেল আরজা দেড় বছর ধরে নীলফামারীতে কোর্ট ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন। তিনি পরিবার নিয়ে সৈয়দপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।
একটি সূত্রে জানা গেছে, সোহেল আরজার মরদেহ নিজ বাড়ি রাজশাহীতে দাফন করা হবে।