ড. কামালের জরুরি সংবাদ সম্মেলন কাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। পুরোনো ছবি : এনটিভি
ধানের ন্যায্য মূল্যের দাবিসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আগামীকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি ধানের ন্যায্য মূল্য ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।