খুলনায় ভ্যানচালক হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

খুলনার দীঘলিয়া উপজেলার কিশোর ভ্যানচালক রমজান আলীকে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বুশরা সাইয়দা ওই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন মো. রাজু ও ইব্রাহীম। রায় প্রদানের সময় রাজু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি ইব্রাহিম পলাতক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ ডিসেম্বর দীঘলিয়া উপজেলা মোড়ে যাত্রীবেশে রমজানের ভ্যানে ওঠেন রাজু ও ইব্রাহীম। এর পর থেকেই নিখোঁজ হন রমজান। পরবর্তী সময়ে ২৩ ডিসেম্বর আড়ংঘাটা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর দুদিন পর নিহতের সৎভাই রাজীব শেখ বাদী হয়ে রাজু ও ইব্রাহীমের নামে দীঘলিয়া থানায় হত্যা মামলা করেন।
২০১৬ সালের ৮ ডিসেম্বর খুলনার সিআইডির পরিদর্শক আবুল বাশার রাজু ও ইব্রাহীমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত বিভিন্ন কার্যদিবসে মামলার চার্জশটিভুক্ত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।