ট্রেনের চালক ও গার্ডকে মারপিট, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জে ট্রেনের চালক ও গার্ডকে মারপিট করার অভিযোগে রেলওয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) সুপার সিদ্দিক তানজিনুর রহমান তাঁদের প্রত্যাহার করে নেন।
প্রত্যাহার হওয়া দুজন হলেন সিরাজগঞ্জ জিআরপি থানার এএসআই মুজিবর রহমান ও কনস্টেবল আবুল কালাম।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, তাঁদের প্রত্যাহারের বিষয়ে সৈয়দপুর জিআরপি পুলিশ সুপারের আদেশ আজ রোববার সকালে তিনি পেয়েছেন। প্রত্যাহার করা দুই পুলিশ সদস্যকে সৈয়দপুরে রিপোর্ট করতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী একটি ট্রেন গতকাল শনিবার সন্ধ্যার একটু আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে জিআরপি পুলিশ একটি লাশ তোলার জন্য ট্রেনটি থামাতে বলে। এ জন্য জিআরপি পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়। এ নিয়ে ট্রেনের কর্মী ও জিআরপি পুলিশের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশটি ট্রেনে ওঠানো হয়। রাত ৮টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছার পর ট্রেন থেকে নামার পরই অতর্কিভাবে জিআরপির ছয়-সাতজন পুলিশ সদস্য ট্রেনের সহকারী চালক আনিছুর রহমান ও গার্ড আনোয়ার হোসেনকে কিল, ঘুষি ও লাথি মারেন। এমনকি আনিছুর রহমানকে লাশের ওপর ফেলেও মারপিট করা হয় বলে অভিযোগ করেন ট্রেনের চালক খলিলুর রহমান।
আহত অবস্থায় উদ্ধারের পর দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেন চালকরা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে চালকরা রোববার ভোর রাত থেকে ট্রেন চলাচল শুরু করেন। এ ঘটনার জের ধরেই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো।