শাসন করায় স্কুলছাত্রের আত্মহত্যা!

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পশারীপাড়া গ্রামের বাড়ি থেকে রাকিব নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাসন করায় সে মা-বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাকিব পশারীপাড়ার এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। গতকাল শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পশারীপাড়ার লোকজন জানায়, রাকিব খুবই দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। তার দুষ্টামির কারণে মা-বাবা রাকিবকে প্রায়ই শাসন করতেন। দুষ্টমির কারণে শনিবার শাসন করলে রাকিব অভিমান করে শোয়ার ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
একই তথ্য জানিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।