‘ঘুষ ছাড়া চাকরি চাই’

মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা যুব ইউনিয়নের মানববন্ধন। ছবি : এনটিভি
ঘুষ ছাড়া চাকরি চাই— এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে মানবন্ধন করেছে জেলা যুব ইউনিয়ন। আজ রোববার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা যুব ইউনিয়নের সহসভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী, জেলা কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুজ্জামানসহ অনেকেই বক্তব্য দেন।
বক্তারা ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করার দাবি জানান। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘কোটি যুবকের এক আওয়াজ; চাই শিক্ষা, চাই কাজ’।