ঘুষ ছাড়া চাকরির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

ঘুষ ছাড়া চাকরি দেওয়ার দাবিতে আজ রোববার জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের সড়কে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
বেকারত্ব দূরীকরণ ও ঘুষ ছাড়া চাকরি দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা যুব ইউনিয়ন।
এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে জয়পুরহাট শহরের ব্যস্ততম কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে যুব ইউনিয়ন ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব ইউনিয়নের সভাপতি মাহমুদ আলম মিতু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।