সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ‘বনদস্যু’ নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা সংগঠিত দস্যু বাহিনীর সদস্য।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সুন্দরবন অংশের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র্যাবের দাবি। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি গুলি উদ্ধার করা হয় বলেও জানিয়েছে বাহিনী।
নিহতদের মধ্যে একজন বাহিনীর প্রধান হাসান বলে জানিয়েছে র্যাব। বাকিদের পরিচয় জানা যায়নি।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইং কমান্ডার মুফতি মাহমুদ জানান, গতকাল রাত ১২টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় টহল দিচ্ছিলেন র্যাব-৮-এর সদস্যরা। সে সময় বনের ভেতরে লোকজনের আনাগোনা টের পেয়ে ভেতরে প্রবেশ করে র্যাব। বনে প্রবেশ করামাত্রই একদল দস্যু র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আশপাশের বনজীবীরা মৃতদেহ দেখে বাহিনীপ্রধান হাসান ও তাঁর সহযোগীদের শনাক্ত করেন বলে জানান মুফতি মাহমুদ।
ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। মরদেহ ও উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।