ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪২ নেতা-কর্মী কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445854468.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুরসহ বিভিন্ন মামলায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ৪২ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার জেলা বিএনপির ৪৬ জন নেতা-কর্মী আত্মসমর্পণ করলে আদালত ৪২ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান এবং চারজনের জামিন মঞ্জুর করেন।
২০১৪ সালের প্রথম দিকে হরতালে হামলা, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় পুলিশ তাঁদের বিরুদ্ধে ১১টি মামলা করে। সকালে আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসারের আদালতে আত্মসমর্পণ করেন। আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা সাজানো উল্লেখ করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন খান মাসুম জামিনের বিরোধিতা করেন।
আদালত উভয়পক্ষের বক্তব্য শোনার পর অসুস্থতার কারণে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ চারজনের জামিন মঞ্জুর করেন। তবে ৪২ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে বিএনপিপন্থী আইনজীবীরা কোর্ট প্রাঙ্গণে মিছিল করেন।
এদিকে বিএনপি নেতাদের আত্মসমর্পণকে ঘিরে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।