বগুড়ায় বিএনপির প্রচারণায় ছাত্রলীগের ‘আখ পিটুনি’

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। শুরুর দিনেই ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির প্রচারণায় হামলা চালায়। এতে গুরুতর আহত হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ আটজন।
মঙ্গলবার দুপুরে প্রতীক বরাদ্দের চিঠি পাওয়ার পর বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাত মাথা এলাকায় হ্যান্ডবিল বিলি করতে আসেন বিএনপির সাবেক সাংসদ হেলালুজ্জামান লালু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। তাঁরা সপ্তপদী মার্কেটের সামনে এবং বাটা শো রুমের পাশে ধানের শীষের প্রচারণা শেষ করে সাত মাথায় গেলে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল প্রচারণায় বাধা দেয়।
বাধা উপেক্ষা করে বিএনপির লোকজন প্রচারণা অব্যাহত রাখায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের হামলাকারীরা সাত মাথায় আখের শরবত বিক্রেতাদের কাছে রাখা আখ তুলে নিয়ে সেটাকেই লাঠি হিসেবে ব্যবহার করে বেদমভাবে পেটানো শুরু করে। তাদের লাঠিপেটায় গুরুতর আহত হন ছাত্রদল নেতা আবু হাসান, রিগ্যানসহ বেশ কয়েকজন। এ সময় আবু হাসান পাশের পুলিশ বক্সে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা সেখানে ঢুঁকেও বেদম প্রহার করে। হামলায় হাসানের পুরো শরীর রক্তাক্ত হয় এবং তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে শহরের এক ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে বিকেল ৩টার দিকে আহত ছাত্রদল নেতাকে দেখতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ক্লিনিকে যান।