আটপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445873736.jpg)
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘অমাস’-এর উদ্যোগে আজ সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল একটি সুন্দর পরিবার ও সুন্দর পরিবেশ। বিতর্কের বিষয় ছিল খোলাস্থানে মলমূত্র মুক্ত পরিবেশ ও সাবান দিয়ে হাত ধোয়ার সুফল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ হোসেন, অমাসের নির্বাহী পরিচালক ইকবাল হোসেন তপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, অমাসের পরিচালক ফারহানা ওয়াজেদ প্রমুখ।
চিত্রাঙ্কনে ১২ জন ও বিতর্কে ছয়জন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।