ঝালকাঠিতে শিশু হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী রাবেয়া ফারজানা হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন ইমাম হোসেন রানা ও তাঁর ভাই তরিকুল ইসলাম তারেক।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রানা ও তারেক রাজাপুরের বাদুরতলা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) শীলমণি চাকমা জানান, গত ১ আগস্ট রাবেয়া ফারজানা নিখোঁজ হয়। পরের দিন সকাল ১১টায় বাদুরতলা খাল থেকে ফারজানার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর মা সালমা বেগম বাদী হয়ে ওই দিনই দুই সহোদর ও তাঁদের বাবা আবু বকর হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন।