আশুগঞ্জে ১৫ অটোরিকশাকে জরিমানা, ৮টি আটক

ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা, হিউম্যান হলার ও অবৈধ গাড়ি চলাচল বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার পুলিশ আজ মঙ্গলবার সকাল থেকে বিশেষ অভিযান চালায়।
এ সময় ১৫টি সিএনজিচালিত অটোরিকশাকে ২২ হাজার টাকা জরিমানা ও আটটি অটোরিকশা আটক করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র এএসপি শাহরিয়ার আল মামুন বলেন, হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড ও ইসলামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা যাতে চলাচল করতে না পারে সেজন্য আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে অভিযান চালানো হয়। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আশুগঞ্জ সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ‘আমাদের চলাচলের বিকল্প ব্যবস্থা না করে মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করা পুলিশের উচিত হচ্ছে না।’