ঝালকাঠিতে দিনমজুরের লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে মো. আল আমিন নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শহরতলির নান্দিকাঠি গ্রামে নিজ বাড়ির পেছনের বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে আল আমিন ঘরের নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে দরজা খোলা দেখে পরিবারের সদস্যরা ভেতরে ঢুকে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পেছনের একটি বাগানে শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আল আমিনের লাশ দেখতে পান স্বজনরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নলছিটি থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম বলেন, ‘কী কারণে আল আমিনের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।