পোস্টার লাগানোর সময় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিভিন্ন সময়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসুদেববাড়ী গ্রামের ইয়াকুব আলী (২৮), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বোয়ালিয়াচর গ্রামের আমিনুল ইসলাম (২৫), কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের সবুজ উদ্দিন (২৭), সদর উপজেলার বাগবাড়ি গ্রামের রাশেদুল ইসলাম (২১) ও চান্দপাল গ্রামের নাজির উদ্দিন (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, আটককৃতরা সরকারের বিরুদ্ধে লেখা পোস্টার লাগাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটক করার সময় তাঁদের কাছ থেকে পোস্টারও উদ্ধার করা হয়।
নাশকতাসহ রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গেও এরা জড়িত। এরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।