বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে তাঁতী লীগের ধাক্কাধাক্কি

রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রোববার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগ অফিস সংলগ্ন স্বাধীনতা চত্বরে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহানগর দলীয় কার্যালয়ে ৭০ পাউন্ডের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে তাঁতী লীগের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
দলীয় নেতাকর্মীরা জানান, সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ শেষে পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ফুল দিতে থাকে। একপর্যায়ে মহানগর আওয়ামী তাঁতী লীগের ব্যানারে সেখানে ফুল দেন রাণীবাজার গ্রুপ তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান। এরপর তাঁতী লীগের ষষ্ঠীতলা গ্রুপের রুপম ও আসাদুজ্জামানের নেতৃত্বে সেখানে ফুল দেওয়া হয়। এ সময় রাণীবাজার গ্রুপের নেতাকর্মীরা ষষ্ঠীতলা গ্রুপের ফুলের ডালা তুলে ফেলে দিলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে সকাল ১০টায় সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ পাউন্ডের কেক কাটা হয়। কেক কাটার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতাসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পদ্মাপাড়ের লালনশাহ পার্কে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় সেখানে ফানুস উড়ানো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।