চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীর জয়

রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি সমর্থিত মাহমুদুর রহমান মিলন জয়ী হয়েছেন। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
মাহমুদুর রহমানের বাবা বিএনপির উপজেলা শাখার সহসভাপতি রফিকুল ইসলাম ছিলেন বড়বিহানালী ইউপির চেয়ারম্যান। গত ৯ আগস্ট রফিকুল ইসলাম মারা গেলে পদটি শূন্য হয়।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ছিল নয় হাজার ২৯৩ জন।
বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, মাহমুদুর রহমান টেবিল ফ্যান প্রতীকে চার হাজার ৬১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী তালগাছ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৫৪৮ ভোট। ইয়াছিন আলী আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
ফলাফলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুর রহমান জানান, সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি নির্বাচিত হয়েছেন।