পোস্টার সাঁটানোর সময় দুই ‘শিবিরকর্মী’ আটক

নীলফামারীতে সদর থানা পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। আজ বুধবার ভোরে জেলা শহরের ডিসির মোড় এলাকা থেকে টহল পুলিশ তাঁদের আটক করে। পুলিশ দাবি করেছে, আটক দুজন শিবিরকর্মী। সরকারের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার সাঁটানোর সময় ওই দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন জেলার সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের সিঙ্গিমারী গ্রামের বাসিন্দা আবদুল জলিল ও একই উপজেলার রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক।
সদর থানার পুলিশ জানিয়েছে, সরকারের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার সাঁটানোর সময় পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করে। পুলিশ আরো জানায়, আটক দুই শিবিরকর্মী দাবি করেছে, ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে পোস্টার লাগাচ্ছিল তারা।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, নাশকতা প্রতিরোধমূলক আইনে শিবিরকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।