হাজং নেতাকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/29/photo-1446115655.jpg)
দুর্গাপুর উপজেলার হাজং নেতা সত্যবান হাজংকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনার একটি আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আসামিদের উপস্থিতিতে নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
দণ্ডিতরা হচ্ছেন উপজেলার বারমারী গ্রামের রহিম উদ্দিন (৪৫), সুরুজ মিয়া (৪০), কাজিম উদ্দিন (৩৫) ও ধীরেশ সাংমা (৪৮)। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী জানান, ২০০৬ সালের ২৩ এপ্রিল হাজং কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সত্যবান হাজংকে খুন করা হয়। রাজনৈতিক ও চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বারমারী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সত্যবান হাজংয়ের সঙ্গে আসামিদের পূর্বশত্রুতা ছিল।
ঘটনার দিন সত্যবান নিজ গ্রামের খালার বাড়িতে বেড়াতে যায়।সেখানে আসামিরা সত্যবানকে কিল-ঘুষি ও কাঠের পিঁড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়।
পরের দিন ২৪ এপ্রিল নিহতের বাবা তুশিল হাজং বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। পুলিশ একই বছরের ২৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।