ঝালকাঠিতে বিএনপির আট নেতা-কর্মীর জামিন

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয় পোড়ানোর কারণে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আট বিএনপি নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মো. শফিকুল করিম ১৮ আসামির মধ্যে আটজনের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদ জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুম খান, যুবদলের সভাপতি ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাওলাদার, ওয়ার্ড যুবদল সভাপতি আক্কাস হাওলাদার, বিএনপি কর্মী হাফিজ দেওয়ান, খলিল মাঝি ও ছাত্রদল কর্মী বাবলু রহমান।
আসামী পক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, গত ১১ মার্চ পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় ঝালকাঠি থানার উপপরিদর্শক বাদল ফকির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেছ আলী খানসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ গত ৯ সেপ্টেম্বর এজাহারভুক্ত ১৭ জনের নামেই অভিযোগপত্র দেয় আদালতে।