রিফাতের খুনি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার পুরাকাটা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শটগান ও বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে কলেজ থেকে ফেরার পথে নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ একদল যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। রিফাতের স্ত্রী আয়শা হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন; কিন্তু তাদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।
এ হত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বৃহস্পতিবার সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন।