জাল প্রশ্ন বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১২

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের জাল প্রশ্ন বিক্রির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসীর ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, জাল প্রশ্ন বিক্রির খবর পেয়ে ডিবির একটি দল গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় টাকার বিনিময়ে ‘ক’ ইউনিটের প্রশ্ন বিক্রির জন্য ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করা, তথ্য-প্রযুক্তিকে অপব্যবহার করে প্রতারণা করায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
এ বছর ‘ক’ অনুষদে এক হাজার ৬৬০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।