মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোংলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ বুধবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে এনটিভির নিরপেক্ষতার কারণে শুধু দেশবাসী নয়, বিদেশিদের কাছেও এনটিভি এখন গ্রহণযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। আগামীতেও চ্যানেলটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা ও চলমান বিভিন্ন ইসলামী অনুষ্ঠানসহ সুন্দর সুন্দর অনুষ্ঠানমালা উপহার দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
অনুষ্ঠানের শেষে এনটিভির সাফল্য ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।