রাজশাহীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ১৭ বছরে পা দিয়েছে। শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে রাজশাহীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বের করা শোভাযাত্রায় রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক ড. ফয়সাল কবীর চৌধুরী লিংকন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, দীপ্ত টিভির ইউ আদনান, শাহীন স্কুলের পরিচালক হাবিবুর রহমান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য, এগারোজন রাজশাহী কলেজের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এনটিভির সিনিয়র করেসপনডেন্ট শ. ম সাজু ও স্টাফ ক্যামেরাম্যান শরীফুজ্জামান রয়েল অতিথিদের শুভেচ্ছা জানান।
শোভাযাত্রা শেষে রাজশাহী কলেজ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় অতিথিরা এনটিভির খবরের বস্তুনিষ্ঠতা এবং অনুষ্ঠানের মানের প্রশংসা করে আগামীতে এনটিভির সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষায় এনটিভি অতীতের মতো সামনের দিনগুলোতেও অনন্য ভূমিকা রাখবে।