ব্রাহ্মণবাড়িয়ায় ইকবাল আজাদ স্মরণে আ.লীগের শোকসভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/31/photo-1446248750.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের প্রয়াত নেতা এ কে এম ইকবাল আজাদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এ কে এম ইকবাল আজাদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নিহতের সহধর্মিণী শিউলী আজাদ। আওয়ামী লীগ নেতা মফিজ মেম্বারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শাহাজাদপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
২০১২ সালে আওয়ামী লীগের দলীয় কোন্দলে নিজ দলের নেতা-কর্মীদের হামলায় এ কে এম ইকবাল আজাদ নিহত হন। সভায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।