ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ সকালে দুই পক্ষের সংঘর্ষ কমপক্ষে ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকালে লক্ষ্মীমোড়া গ্রামের আবু সাঈদের লোকজন জমিতে চাষ দিতে যাওয়ার সময় একই এলাকার জাহের আলীর লোকজন হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল পাশা বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ তিনি আরো বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।